গাজা উপত্যকায় ইসরাইলী বাহিনীর বিমান হামলা অব্যাহত
- আপডেট সময় : ০৮:১৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫১১ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলী বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। রোববার সপ্তম দিনের হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৫০ জন।
ভোররাতে চালানো হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এদিন ইসরাইলি বাহিনী হামলা চালিয়ে ফিলিস্তিনে কমপক্ষে দু’টি আবাসিক ভবন ধংস করেছে। এছাড়াও গাজার নিরীহ মানুষের ওপর হামলাকালে ইসরাইল বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে বিষাক্ত গ্যাসের কারণে অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহত কয়েকজনের মৃতদেহ পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান ও স্থল হামলায় ৫২ শিশুসহ ১৮১ জনের বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। অপরপক্ষে পাল্টা জবাবে ইসরাইল অভিমুখে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। যা অধিকাংশই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে ইসরাইল। হামাসের এই হামলায় এ পর্যন্ত ইসরাইলে ১০ জন নিহত হয়েছে। যেখানে এক ভারতীয় ও দুই আরব-মুসলিম রয়েছেন।