গাজীপুরের আমবাগ এলাকায় আগুনে পুড়ে গেছে ৩টি ঝুট গোডাউন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় আগুনে পুড়ে গেছে ৩টি ঝুটের গোডাউন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুরের কোনাবাড়ি আমবাগের মিতালী ক্লাব এলাকায় একটি ঝুটের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তে মধ্যে পাশের গোডাউন গুলোতে আগুন ছড়িয়ে পড়ে।খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি ঝুটের গোডাউন ও মালামাল পুড়ে গেছে।তাৎক্ষনিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।