গাজীপুরের কালিয়াকৈরে কলা চাষে বিপ্লব ঘটেছে
- আপডেট সময় : ০৭:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
শখের বসে গাজীপুরে বাড়ির পাশে মাত্র তিন বিঘা জমিতে কলা চাষ শুরু করেন আতিকুর রহমান। এক বছরেই দ্বিগুণ লাভ হয়। এখন তিনি প্রায় ৩২ বিঘা জমিতে দশ হাজারের বেশি কলা গাছের চারা রোপন করেছেন। তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন গ্রামের অন্যরাও। গ্রামজুড়ে এখন কলা চাষে বিপ্লব ঘটেছে।
গাজীপুরের কালিয়াকৈরের পাবুরিয়াচালা গ্রামে যুবক আতিকুর রহমান এখন সফল কলা চাষী। প্রতিবছরই লাভবান হচ্ছেন তিনি। তার সাফল্যে গ্রামের অনেক তরুণ শুরু করেছেন কলা চাষ। অন্য যে কোনো ফসলের চেয়ে কলাচাষে দ্রুত লাভবান হওয়ায় ক্রমশ্ব জনপ্রিয় হয়ে উঠেছে কলা গাছের আবাদ।
তার কলা বাগানে ২০ থেকে ২৫ জন শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে পরিচর্যা করছেন কলা গাছের। প্রায় সারা বছরই কলা বাজারজাত করা হয়ে থাকে এই বাগান থেকে।
দুই থেকে তিন ফুট লম্বা কলা গাছের চারা লাগানোর অল্প দিনেই ফল পাওয়া যায়। সবরি ও চম্পা কলার চারা একবার রোপণ করলে পুনরায় তা আর রোপণ করতে হয় না। এক কাঁদি চাম্পা কলা ৩শ’ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। সবরি কলার কাঁদি ৪শ’ থেকে ৬শ’ টাকা এবং সাগর কলা কাঁদি ২৫০ থেকে ৪শ’ টাকা বিক্রি হয়।
স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, কলা আবাদে আতিকুর রহমানের সাফল্যে গ্রামের অনেকেই ঝুঁকছে কলা চাষে। মাঝে-মধ্যে কলা চাষিদের বিভিন্ন প্রশিক্ষণসহ দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।