গাজীপুরের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু
- আপডেট সময় : ০৩:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি নির্বাচনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দলীয় মনোনয়ন পেতে দলের হাইকমান্ডের সঙ্গে চলছে যোগাযোগ। মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী আলোচিত বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম। এদিকে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বিএনপির সমর্থিত প্রার্থীরা। নির্বাচনে লড়বেন জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনসহ বেশ কয়েকটি দল।
২৫শে মে’র নির্বাচনে অংশ নিতে তোড়জোড় বেড়েছে গাজীপুর সিটি করপোরেশনের সম্ভাব্য প্রার্থীদের। আওয়ামী লীগের মনোয়ন দৌড়ে কে এগিয়ে তা নিয়ে নগরজুড়ে চলছে নানা জল্পনাকল্পনা।
দৌড়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের পরাজিত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো: আজমত উল্লাহ খান, বহিস্কৃত মেয়র মো: জাহাঙ্গীর আলম, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের নাম শোনা গেলেও আশাবাদী অনেকেই।
নির্বাচিত মেয়র হিসেবে মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম।
তবে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বিএনপির প্রার্থীরা।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ মে থেকে ৪ মে, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে।