গাজীপুরে অগ্নিকান্ডে ১১টি বসতঘর ও ১০টি দোকান পুড়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
গাজীপুরে অগ্নিকান্ডে ১১টি বসতঘর ও ১০টি দোকান পুড়ে গেছে।
গাজীপুর শহরের মুঘড়খাল এলাকায় সকালে রাসেল রহমানের বাড়ি ও মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় মুদি, সেলুন, পান-সিগারেট, লেপ-তোষকেরসহ ১০ দোকান এবং দোকান সংলগ্ন ১১টি বসতঘর ও মালামাল পুড়ে যায়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।