গাজীপুরে আজও সড়ক অবরোধ করে বেক্সিমকোসহ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১৫২১ বার পড়া হয়েছে
বেতনের দাবিতে ৪র্থ দিনের মতো সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকরা জানান, বেক্সিমকোর পোশাক ও সিরামিক কারখানায় অন্তত ৪১ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেওয়া হতো। কিন্তু কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বেতন এখনো পাননি। এ কারণে গত বৃহস্পতিবার থেকে তারা আন্দোলন শুরু করে। এদিকে, অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। শ্রমিকরা বলছেন, বকেয়া বেতন প্রদানের আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না। টানা সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। অনেকে পায়ে হেঁটে, বিকল্প উপায়ে যাতায়াত করছেন।