গাজীপুরে এক ব্যবসায়ীর গুদামে অভিযানে দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ
- আপডেট সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
গাজীপুরে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মনির জেনারেল স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পরে জব্দ করা তেল ১৬০টাকা কেজি দরে স্থানীয়দের কাছে বিক্রি করে দেয়া হয়।
ঈদের আগে হঠাৎ বাজার থেকে উধাও হয়ে যায় সয়াবিন তেল। রাজধানীরসহ বড় বাজারগুলোতে তৈরি হয় সয়াবিন তেলের সংকট। তেল নিয়ে শুরু হয় তেলেসমতি কান্ড।
দুপুরে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে মনির জেনারেল স্টোরে নামের একটি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধ ভাবে মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ আনা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
প্রতিষ্ঠানের মালিকে দুই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ডিলাররা তেল মজুদ রাখায় দোকান পর্যায়ে সরবরাহ বাড়েনি। ভোক্তাদের অভিযোগ দু-একটি দোকানে তেল পাওয়া গেলেও তা ছিল চাহিদার তুলনায় একেবারেই কম।
মজুতদারদের বিরুদ্ধে আরো অভিযান চালানোর পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষ।