গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ১৭১৬ বার পড়া হয়েছে
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমলা খাতুন নামে দগ্ধ আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে
ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ওই নারীর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত নারী শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
গত ১৩ মার্চ সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালার এক বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ৪০ জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখনও যারা চিকিৎসাধীন আছেন তাদের কেউই শঙ্কা মুক্ত নন।