গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র বোমা হামলার ১৫তম বার্ষিকী পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র আত্মঘাতী বোমা হামলার ১৫তম বার্ষিকী পালিত হয়েছে।
সকালে জেলা শহরে শোক রেলী বের করা হয়। রেলিটি আইনজীবী সমিতি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ২০০৫ সালের এদিন সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলরুমে জেএমবি সদস্যদের আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলে চার আইনজীবী, ৫ জন বিচার প্রার্থীসহ হামলাকারী জঙ্গি নিহত হয়। হামলায় আরও অর্ধশতাধিক আইনজীবী ও বিচার প্রার্থী আহত হন। এসময় জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, বারের সভাপতি এ্যাডভোকেট আবদুস সুবহান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেনসহ নিহত আইনজীবীদের স্মৃতিস্তম্ভের জেলা ও দায়রা জজ, পুলিশ বিভাগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করে দোয়া করা হয়। এ উপলক্ষে আলোকচিত্র চিত্র প্রদর্শনী করা হয়।