গাজীপুরে পাষণ্ড এক মা তার দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গাজীপুরে পাষণ্ড এক মা তার দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
পুলিশ জানায়, সন্ধ্যায় দিকে গাজীপুরের মুক্তার টেক এলাকার শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া বেল্লাল হোসেনের স্ত্রী লিজা বেগম তার দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর সে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে। পরে বেল্লাল হোসেনের ডাক চিৎকারে আশ-পাশের লোকজন এসে লিজা বেগমকে হাসপাতালে পাঠানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ জাকির হাসান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিজা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।