গাজীপুরে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৭২ বার পড়া হয়েছে
গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। পরে পায়রা ও বেলুন উড়িয়ে ধান গবেষণা ইনস্টিটিউটের গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উদযাপনের উদ্বোধন করেন শেখ হাসিনা। উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এদিকে..দু’দিনের সফরে কাল গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার তিনি টুঙ্গিপাড়ায় অবস্থান করবেন, পরদিন কোটালিপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে মাঠে জনসমাবেশে বক্তব্য রাখবেন।
এসময় ৪২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ০৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানায় গোপালগঞ্জ জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রীর জনসমাবেশকে কেন্দ্র করে মঞ্চ তৈরি করা হয়েছে। জেলা জুড়ে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কাল সকালে সড়ক পথে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানাবেন বংগবন্ধুর সমাধীতে।
পরে উপজেলার নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় অংশ নেবেন এবং ওই দিন নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। সফরের দ্বিতীয় দিন বেলা ১১টায় কোটালীপাড়ায় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখবেন সমাবেশে।
পরে বিভিন্ন দপ্তরের ৪২টি প্রকল্প উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকালে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।