গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় র্যাব সদস্যসহ নিহত ২, আহত ৪
- আপডেট সময় : ০৫:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
গাজীপুরের ভবানীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা র্যাবের গাড়িতে একটি মাইক্রোবাসের ধাক্কায় র্যাব-৪ এর এক সদস্যসহ দু’জন নিহত হয়েছেন।
সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। র্যাব-৪ এর সদস্য সার্জেন্ট মোহাম্মদ খায়রুল ইসলামের সাথে লিটন মিয়া নামের এক মোটর মেকানিকও নিহত হন। আহতরা হলেন, গাড়িতে থাকা র্যাব-৪ সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, সৈনিক মোহাম্মদ আতিক, কর্পোরাল প্রদীপ কুমার ও মিস্ত্রী রিফাত। র্যাবের এসআই রাকিব জানান, সকালে শ্রীপুর যাওয়ার পথে র্যাব-৪-এর গাড়িটি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় গিয়ে হঠাৎ বিকল হয়ে যায়। পরে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয় মেকানিক রিফাত ও লিটনকে ডেকে নিয়ে মেরামত করা হচ্ছিল। এসময় পেছন থেকে একটি দ্রুত গতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের গাড়িতে ধাক্কা দেয়।
..
এদিকে, সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সকালে টাঙ্গাইল থেকে হাটিকুমরুল গোলচত্বরমুখী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকায় পৌছালে বিপরীতমুখি একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। আহত হয় মোটরসাইকেলে থাকা দুই যাত্রি। পুলিশ আহতদের উদ্ধার করে হাটিকুমরুলের এক হাসপাতালে প্রেরণ করে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।