গাজীপুরে মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু

- আপডেট সময় : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৭২৩ বার পড়া হয়েছে
গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রচলিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে।
শহরের রথখোলায় রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথ মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর উপ-পুলিশ কমিশনার আবু তোরাব। হাজারো পূণ্যার্থী ভক্তি সহযোগে রথ টান দিয়ে নিয়ে যায়। এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। আগামীকাল উল্টো রথযাত্রায় মাণিক্য মাধবের নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে শেষ হবে এ রথযাত্রা।
এদিকে, ধর্মীয় আচারের মধ্য দিয়ে মানিকগঞ্জে শুরু হয়েছে জগন্নাথ দেবের ৭ দিনব্যাপি রথযাত্রা উৎসব ও মেলা। দুপুরে শহরের আনন্দময়ী কালীবাড়ি মন্দির থেকে রথটান শুরু করা হয়। এসময় মনের আশা পূর্ন করার লক্ষ্যে জগন্নাথ দেবের উদ্দেশ্যে উলুধ্বনি সহ ভক্তরা চিনি-কলা অর্পণ করে। রথযাত্রায় অংশ নেয় সনাতন ধর্মালম্বী কয়েক হাজার নারী-পুরুষ।