গাজীপুরে রেললাইনে নাশকতার অভিযোগে যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ১৭০৬ বার পড়া হয়েছে
গাজীপুরে রেললাইনে নাশকতার অভিযোগে যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম– সিটিটিসি ইউনিট। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ওই ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’ যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি দাবি করেন, ব্যাপক আতঙ্ক তৈরির জন্য রেললাইনে নাশকতা ঘটানো হয়।
গাজীপুরের শ্রীপুরে ১৩ ডিসেম্বর রেললাইন কেটে ফেলায়, ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে এক যাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
রেললাইনে ওই নাশকতার ঘটনায় জড়িত অভিযোগে,
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও বর্তমান যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির এবং ঢাকার লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের ছাত্রদল সভাপতি ইমন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট।উদ্ধার করা হয়েছে রেললাইন কাটার কিছু যন্ত্রপাতি।
ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত তুলে ধরেন সিটিটিসি প্রধান।
তিনি দাবি করেন, ব্যাপক আতঙ্ক তৈরির জন্য যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশেই রেললাইনে নাশকতা চালানো হয়।
রেললাইনে নাশকতার মূল হোতা ইখতিয়ার রহমান কবির ঢাকায় অন্তত আটটি বাসে নাশকতার সঙ্গে যুক্ত বলেও দাবি করেন আসাদুজ্জামান।