গাজীপুরে সিলিন্ডারের গ্যাসে আগুন লেগে দগ্ধ ৪০ জনের কেউই শঙ্কামুক্ত নন : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৬২৯ বার পড়া হয়েছে
গাজীপুরে সিলিন্ডারের গ্যাসে আগুন লেগে দগ্ধ ৪০ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, আগুনে দগ্ধ সকলেরই শ্বাসনালি পুড়ে গেছে।
সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসাধীন দগ্ধদের মধ্যে ১০ বছর বয়সী শিশু সাতজন এবং ১১ থেকে ১৮ বছর বয়সী ৬ জন রয়েছে। দগ্ধদের মধ্যে ১৬ জনের ৫০ শতাংশের বেশি ও ১০ জনের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া দগ্ধদের সুস্থ করে তুলতে সর্বাত্মক চেষ্টা চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।