গাজীপুর, কুমিল্লা ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত
- আপডেট সময় : ০১:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
গাজীপুর, কুমিল্লা ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে।
গাজীপুরের শ্রীপুরের মাইজপাড়া ক্রসিং এ ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজপাড়া ক্রসিং পার হওয়া একটি শ্রমিকবাহী বাসের সাথে সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎখণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষ হয়। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। গাড়ীতে যে তিনজন ছিলেন ঘটনাস্থলেই তারা নিহত হন।
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতীর সল্লায় বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের ২ চালক নিহত হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেরসল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও ১৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।