গাজীপুর-ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহন চলাচল
- আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
বিধিনিষেধ শিথিলের ঘোষণার পর গাজীপুরে-ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহন চলাচল।
সকাল থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল করছে। তবে যাত্রী ও পরিবহন শ্রমিকদের অনেকেই মানছেন না বিধি। দূরপাল্লার বাসে অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহন করলেও মিনিবাস ও অন্যান্য যানবাহনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও বিধিনিষেধ।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিনেও উত্তর ও দক্ষিণবঙ্গে ঘরমুখো মানুষ ভীড় বেড়েছে। পণ্যবাহী যান এবং ঢাকা ও আশ-পাশের জেলাগামী সড়কে কোরবানির পশুবাহী যানবাহনের বাড়তি চাপে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আজও।
এদিকে, ঢাকার সাভার ও ধামরাইয়ে লকডাউন শিথিল করায় শুক্রবার ছুটির দিনে সড়ক-মহাসড়কগুলোতে ছিল যানবাহনের বাড়তি চাপ। এদিন সকাল থেকেই ঢাকা-আরিচা ও আব্দুল্লাহপুর মহাসড়কে ছিল উপচে পড়া যানবাহন। ফলৈ সড়কের কোথাও কোথাও সৃষ্টি হয় তীব্র যানজটের।