গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে : আমির খসরু
- আপডেট সময় : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিআরইউ’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে এর কোন বিকল্প নেই। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমের যতটুকু স্বাধীনতা আছে, তা ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে দমন করছে সরকার।
‘ঐক্যের সমৃদ্ধি’ শ্লোগান নিয়ে নানা আয়োজনে দিনব্যাপী উদযাপিত হয়, ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার ইউনিটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ডিজিটাল সিকিউরিটি আইনের সমালোচনার পাশাপাশি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রণয়ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গাজীপুর সিটি নির্বাচনের মধ্যে দিয়ে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। ডিজিটাল আইনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা দমন করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্ণিল সাজে সজ্জিত সংগঠনের প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভা শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে ডিআরইউ’এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে শোভাযাত্রার বের করা হয়।