গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন মেয়র নির্বাচিত
- আপডেট সময় : ১২:৫১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
ক্ষমতাসীন আওয়ামী লীগকে হারিয়ে দেশের সবচে’ বড় সিটি করপোরেশন- গাজীপুরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন। তার এমন বাজিমাতে প্রথম নারী মেয়র পেল গাজীপুরবাসী। ৪৮০ কেন্দ্রের ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকে তিনি পান ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন তার বিজয় গাজীপুরবাসীকে উৎসর্গ করে বলেন, মা-ছেলে মিলে কাজ করে নগরীর মানুষের ঋণ শোধ করবেন। আর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে একটি মডেল সিটি গঠনে মাকে সহায়তা করবেন তিনি।
রাত ১টা ৩০ মিনিট। বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের ছেলে- সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
বেসরকারী ফলাফলে মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। তাতে দেখা যায়, জায়েদা খাতুন ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করেছেন। ভোটের ফলাফলে তৃতীয় হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট।
এমন ঘোষণার পর পরই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন টেবিল ঘড়ির সমর্থকরা।
অডিটোরিয়ামে উপস্থিত নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীরকে অভিনন্দন জানাতে থাকেন গাজীপুরের ভোটাররা।
মধ্যরাতে পুরো নগরী জুড়ে সমর্থকদের মিছিলে আনন্দঘন মুহুর্ত বিরাজ করে।
নিজ বাসভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের বিজয় নগরবাসী এবং প্রধানমন্ত্রীকে উৎসর্গ করার কথা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। ছেলে জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে নগরীর উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করবেন বলেও জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, ছেলেকে নির্দোষ প্রমান করতেই প্রার্থী হয়েছিলেন।
আর পাশে থেকে মাকে সহযোগিতা করবেন বলে জানান ছেলে জাহাঙ্গীর আলম।
গৃহিণী থেকে নগরমাতা- জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করা এ নারী এলাকায় জনদরদী হিসেবে পরিচিত বলে জানান নগরবাসী।