গাজীপুর সিটি নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের
- আপডেট সময় : ০৬:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
মাত্র চারদিন বাকী থাকলেও শুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের জাতীয় পার্টি ও বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা। হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনূর ইসলামের অভিযোগ, নির্বাচনে এজেন্ট দিতে বাধা দিচ্ছে ক্ষমতাসীন দলের সমর্থকরা। আর জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন জানান, শঙ্কা দূর করতে সরকারকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।
শহরের জয়দেবপুর বাজার রোডে নির্বাচনী প্রচারণা চালান বেলা ১১টার দিকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন। গাজীপুর সিটিকে নতুন করে সাজাতে নানা প্রতিশ্রুতি দেন ভোটারদের। এসময় তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনে ভোটারদের শঙ্কা দূর করতে সরকারকেই পরিবেশ তৈরি করতে হবে।
শহরের রাজবাড়ি রোডে গণসংযোগ করেন হাতি মার্কার বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম। ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি ।
অপরদিকে আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান মোগরখাল এলাকায় প্রচারণা চালান। বলেন, উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনি কার্যক্রম।
এদিকে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশন সচিব মো: জাহাঙ্গীর আলম।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সার্বিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি ।
২৫ মে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমে গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।