গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ
- আপডেট সময় : ০১:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে এই কিংবদন্তি গীতিকবিকে।
শহীদ মিনারে সব শ্রেণী-পেশার মানুষের ঢল নামে তাকে শেষ বিদায় জানাতে। তাকে এ সময় দেয়া হয় রাষ্ট্রীয় গার্ড অব অনার।
নন্দিত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।
বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০ হাজারের বেশি গান লিখেছেন তিনি। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননাসহ শতাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। গানের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য রচনায়ও তার ভূমিকা উজ্জ্বল।
শহীদ মিনার থেকে মরদেহ নেয়া হচ্ছে এফডিসিতে। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তার মায়ের কবরে সমাহিত করা হবে তাকে।