গার্মেন্টসে নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে : ফারুক হাসান
- আপডেট সময় : ০৬:১৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ২২০০ বার পড়া হয়েছে
শিল্পে যতো প্রতিকূলতাই থাকুক, গার্মেন্টসে নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সরকার যে মজুরি নির্ধারণ করবে বিজিএমইএ সেটাই মেনে নেবে। তিনি বলেন, পোশাক খাতের ন্যূনতম মজুরি নিয়ে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কোথাও কারখানা ভাঙচুর করা হলে তা বন্ধ করে দেয়া হবে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
বেতন বৃদ্ধির দাবিতে এক সপ্তারও বেশি সময় ধরে সহিংস বিক্ষোভ করে চলেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। ন্যূনতম ২৩ হাজার টাকা বেতনের দাবীর বিপরীতে মালিকরা সরকারের কাছে ১০ হাজার ৪০০ টাকার প্রাথমিক প্রস্তাব দিলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় সোমবার গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়। বেশ কয়েকটি গার্মেন্টস কারখানা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ অবস্থায় মালিকদের অবস্থান জানাতে বিজিএমইএ’র এই সংবাদ সম্মেলন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক কারখানা ভাঙচুরের সঙ্গে শ্রমিকরা জড়িত নয়। বহিরাগত একটি গোষ্ঠী শ্রমিকদের উস্কানী দিচ্ছে।
নভেম্বরের মধ্যে বর্ধিত নতুন বেতন কাঠামো ঘোষণা এবং ডিসেম্বরের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে বলে জানান ফারুক হাসান।
পরিস্থিতি অনুকুলে না থাকলে মালিকরা শ্রম আইনের ১৩-র ১ ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে পারবে বলেও জানান তিনি।
শ্রমিকদের উদ্দেশ্যে গুজবে কান দেয়ার আহবান জানিয়ে বিজিএমইএ সভাপতি আরো বলেন, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকার বেশি নির্ধারণ করা হবে।