গার্মেন্টস বন্ধ করে দেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঢাকার উত্তরায় বেতন পরিশোধ না করে গার্মেন্টস বন্ধ করে দেয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
সকাল সাড়ে নয়টা থেকে পোশাক শ্রমিকরা উত্তরার আজমপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। শ্রমিকরা জানান, আইন অনুযায়ী শ্রমিকদের বকেয়া পাওনা শান্তা গার্মেন্টসের মালিক এখনও পরিশোধ করেননি। এ বিষয়ে শ্রমিকরা মালিকের সঙ্গে গার্মেন্টসে আলোচনা করতে চাইলেও মালিক পক্ষ বসতে রাজি না হওয়ায় পাওনা টাকা আদায়ের দাবিতে সড়ক অবরোধ করে তারা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ শ্রমিকদের ধাওয়া ও লাঠিপেটা করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর সাড়ে ১২টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।