গাড়ির পেছনে ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যানচালক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ফেনী সদর উপজেলায় একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছে।
সকাল সাড়ে ছয়টার দিকে মালবোঝাই কাভার্ড ভ্যান ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফেনীর লালপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে চালক আটকা পড়েন। পরে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভ্যানচালককে মৃত অবস্থায় উদ্ধার করেন।