গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় গাড়ি চাপায় সুমন চৌধুরী নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।
কুলাউড়া থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, সকাল ৮টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের খুমিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন কুলাউড়া শহরের উছলাপাড়া এলাকার নূর নবী চৌধুরী ছেলে। মোটরসাইকেলে উপজেলার ব্রাহ্মণবাজারে যাবার সময় অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হবার পর কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।