গিনি-বিসাউ-এ প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা নিরাপত্তা বাহিনীর ‘অনেক’ সদস্য নিহত
- আপডেট সময় : ১২:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউ-এ প্রেসিডেন্টের কার্যালয়ে বেসামরিক পোশাকে ভারী অস্ত্র শস্ত্রে থাকা হামলাকারীরা ভবনে গুলি চালায়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর ‘অনেক’ সদস্য নিহত হয়েছেন বলে জানান প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো।
প্রেসিডেন্ট দাবি করেন, দেশটিতে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং একে ‘গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ হামলা’ বলে অবিহিত করেছেন তিনি। এদিন হঠাৎ করেই প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ভবনে প্রেসিডেন্টের উপস্থিতিতে ক্যাবিনেটের বৈঠক চলছিল। সেসময় বেসামরিক পোশাকে ভারী অস্ত্র শস্ত্রে থাকা হামলাকারীরা ভবনে গুলি চালায়। কিছু সেনার দাবী , তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নুনো গোমেসকে আটক করেছে। তবে এমন গুঞ্জন নিজেই উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট। এদিকে হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে কী ঘটেছে তার প্রকৃত ঘটনা এখনও অপষ্ট। মঙ্গলবার সন্ধ্যায় পরিকল্পিত এবং সংগঠিত হামলা মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা