গির্জায় কোরআন রাখার অভিযোগে যুবক আটক
- আপডেট সময় : ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে গির্জায় কোরআন রাখার অভিযোগে গোলাম চৌধুরী (৩৬) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ।
আজ (২৫ ডিসেম্বর) রোববার দুপুর ১২টার দিকে তাকে আটক করে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আটক গোলাম চৌধুরী নগরীর ছোট বনগ্রাম নিউ কলোনির মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, রোববার সকাল ৬টা ৪০ মিনিটে অজ্ঞাত এক যুবক উত্তম ঘোষ মেষপালক গির্জার প্রার্থনাস্থলে গোপনে লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে চলে যায়। গির্জার সিস্টার শান্তি ব্যাগটি দেখতে পান। তার সন্দেহ হলে তিনি ব্যাগটি খুলে ভেতরে একটি কোরআন শরিফ দেখতে পান। পরে গির্জা কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
আরএমপি কমিশনার বলেন, পরে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় সেই ব্যক্তির অবস্থান নির্ণয় করে দুপুর ১২টার দিকে নিউমার্কেট এলাকা হতে তাকে আটক করা হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশে ওই যুবক এমন কাজ করেছে দাবি করে আবু কালাম সিদ্দিক বলেন, ‘ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ওই যুবক কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত কিনা এবং এ ঘটনায় তার সঙ্গে কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।