গুচ্ছগ্রাম আর দুর্যোগ সহনীয় ঘর তৈরীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

- আপডেট সময় : ১০:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গুচ্ছগ্রাম আর দুর্যোগ সহনীয় ঘর তৈরীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের সভাপতিরা অভিযোগ করেছেন, বরাদ্দ করা চেক স্বাক্ষর করে উপজেলা পরিষদেরই জমা দিতে হয়েছে। একারণে মুজিববর্ষে আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রীর অসহায়দের ঘর উদ্বোধনের কথা থাকলেও ভেস্তে যাওয়ার পথে প্রকল্পটি।
২০১৮-১৯ অর্থ বছরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৯টি দুর্যোগ সহনীয় ঘর ও ২টি গুচ্ছগ্রামের প্রকল্প অনুমোদন দেয় কর্তৃপক্ষ। প্রকল্পগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিদের সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হলেও উপজেলা পরিষদ থেকে প্রকল্পের কাজ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে প্রকল্পের জন্য বরাদ্দের চেক স্বাক্ষর করে উপজেলায় জমা দেবার নির্দেশ দেন তিনি। যদিও প্রকল্পগুলো বাস্তবায়ন করার দায়িত্ব স্ব-স্ব প্রকল্পের সভাপতির। অভিযোগ রয়েছে প্রকল্পে সরবরাহ করা পণ্যের দামও এখনো পরিশোধ করেনি কর্মকর্তারা। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন জন প্রতিনিধিরা।
প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই প্রকল্পের জন্য বরাদ্দ চেক স্বাক্ষর করে জন প্রতিনিধিরা জমা দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, নতুন প্রকল্পের বরাদ্দ পেলেও তা এখনো তার কাজই শুরু হয়নি। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উদ্বোধন করা গুচ্ছ গ্রাম বসবাসের জন্য উপযোগী না হলেও বাসিন্দারা বসবাস শুরু করলেই সব ঠিক হয়ে যাবে।