গুঞ্জন সত্যি করে ফের চেলসিতে ফিরলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৭১০ বার পড়া হয়েছে
গুঞ্জন সত্যি করে ফের চেলসিতে ফিরলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। মৌসুমের বাকি সময়ের জন্য ব্লুজদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেলেন তিনি। বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
চেলসি থেকে বরখাস্ত হওয়ার দুই বছরের একটু বেশি সময় পর ফের স্ট্যামফোর্ড ব্রিজে ফিরলেন ৪৪ বছর বয়সী ল্যাম্পার্ড। প্রথম দফায় ১৯ মাস চেলসির কোচের দায়িত্ব পালন করেন তিনি। এবার গ্রাহাম পটারের স্থলাভিষিক্ত হলেন ক্লাবটির সাবেক এই মিডফিল্ডার। দলের টানা ব্যর্থতার দায়ে গেল রোববার বরখাস্ত করা হয় পটারকে। প্রিয় ঠিকানায় আবার ফিরতে পেরে দারুণ খুশি ল্যাম্পার্ড। চেলসিতে এবারের সাময়িক দায়িত্বে ল্যাম্পার্ডের মূল লক্ষ্য হবে লিগে দলটিকে কক্ষপথে ফেরানো। ২৯ ম্যাচে ১০ জয় ও ৯ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে ১১তম স্থানে আছে তারা।