গুরুত্ব দেয়া হচ্ছে কারিগরি শিক্ষাকেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
দারিদ্রতার হার কমিয়ে আনতে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি নানা মুখী উদ্যোগকে সামনে রেখে কাজ করছে সরকার, গুরুত্ব দেয়া হচ্ছে কারিগরি শিক্ষাকেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি।
এসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই আয়োজিত এক অনলাইন সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন সরকার দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। দারিদ্রতা মোকাবেলায় বর্তমান সরকারের নানা উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ সমস্যা মোকাবেলায় সবসময় পাশে থাকবে চীন। শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি বলেন, দেশ স্বাধীনের আগে নানা বৈষম্যের শিকার হতো এ দেশের মানুষ। এখন বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে দারিদ্রতা দূর করছেন।