গুলশানের হলি আর্টিজানে জঙ্গী হামলায় রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা
- আপডেট সময় : ০৭:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৭০০ বার পড়া হয়েছে
গুলশানের হলি আর্টিজানে জঙ্গী হামলায় রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। সেই সাথে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে তারা।
দুপুরে আদালতের দেয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ওই হামলায় নিহত পুলিশের এসি রবিউলের স্ত্রী উম্মে সালমা। তিনি বলেন, এখন এই রায় কার্যকর করা হলেই এদেশের মানুষ ভালো থাকবে, জঙ্গীরা দুঃসাহস দেখাতে আর সাহস পাবে না। ২০১২ সালে ৩০তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন রবিউল। সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাদ তথ্য বিভাগে কর্মরত ছিলেন।
এদিকে, সাত আসামির ফাঁসির আদেশ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বানানী থানার প্রয়াত ভারপ্রাপ্ত কর্মকর্তা সালিউদ্দিন খানের পরিবারের সদস্যরা। গোপালগঞ্জের সালিউদ্দিন খানের দুই ভাই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ন্যায্য বিচার পাওয়ার জন্য দীর্ঘ দিন অপেক্ষায় ছিলাম।