গুলশানে মুখোমুখি সংঘর্ষে ৭১ টিভির গাড়িসহ তিনটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার
- আপডেট সময় : ০১:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় রাজধানীর গুলশানে মুখোমুখি সংঘর্ষে ৭১ টিভির গাড়িসহ তিনটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে গুলশান ২ থেকে দুইটি গাড়ি বেপরোয়া গতিতে আসার সময় মহাখালির দিক থেকে আসা ৭১ টিভির গাড়ির সংগে মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটি রাস্তার দুইদিকে চলে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। পরে তিন গাড়িতে থাকা যাত্রী ও চালকদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে দুইজন ও ঝিনাইদহে একজন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত গাড়ীর চাপায় দাঁড়িয়ে থাকা পিকআপের চালকসহ দু’জন নিহত হয়েছে। ভোরে মহাসড়কের তাড়াশের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান জানান, ভোররাতে মহিষলুটি এলাকায় পিকআপ চালক কিরণ মৃধার পিকআপটি বিকল হয়ে যায়। পরে গাড়ি মেরামতের জন্য জাহাঙ্গীর আলম নামে এক মিস্ত্রীকে ডেকে দু’জনে মিলে গাড়ি মেরামতের সময় অজ্ঞাত একটি গাড়ি দু’জনকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।
ঝিনাইদহে পিকআপভ্যানের ধাক্কায় সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ জানায়, ঝিনাইদহ অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুস সামাদ সকালে হাঁটতে বের হলে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা গামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।