গুলাবের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় গুলাবের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। নদী ও সাগরের পানির উচ্চতাও বেড়েছে।
ঘূর্নিঝড় গুলাব পায়রা বন্দর থেকে সকাল ছয়টায় ৫৩০ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিলো। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা বন্দরে দুরবর্তী দুই নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরন না করতে বলা হয়েছে। তবে বেশিরভাগ ইলিশ ধরার ট্রলার এখনও তীরে ফিরতে পারেনি বলে জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা। এদিকে, কক্সবাজারে সমুদ্রও উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস ২ নম্বর দুরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে। ইতিমধ্যে মাছ ধরা ট্রলারগুলো নিরাপদ উপকূলে আশ্রয় নিয়েছে।