গৃহবধু সুমাইয়া হত্যার ঘটনায় স্বামী ও শ্বশুর গ্রেফতার
- আপডেট সময় : ০৩:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নাটোরে শ্বশুরবাড়ির নির্যাতনে মারা গেছে গৃহবধু সুমাইয়া। শহরের বলারীপাড়া মহল্লার সিদ্দিকুর রহমানের মেয়ে ও বড়হরিশপুর বাগানবাড়ীর প্রকৌশলী মোস্তাক হোসাইনের স্ত্রী সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেয়ায় শ্বশুরবাড়ির বিরাগভাজন হয়। ঘটনার পর পলাতক স্বামী মোস্তাক হোসেনকে গতরাতে বগুড়া থেকে এবং তার বাবাকে রাজশাহীর বাঘা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী।
গত বছরের ১৪ এপ্রিল ডিপ্লোমা প্রকৌশলী মোস্তাক হোসাইনের সাথে বিয়ে হয় সুমাইয়ার। মেধাবী সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস পায়। এরপর সে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সুমাইয়ার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা বন্ধের নির্দেশ দিলেও সে তা না মানায় সবার বিরাগভাজন হয়।
এ নিয়ে তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করা হতো। একপর্যায়ে ২২ জুন খবর পেয়ে তার মা হাসপাতালে এসে মরদেহ দেখতে পায়। ঐদিন ভোরে সুমাইয়াকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। নিহতের পরিবারের দাবী, তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে। মামলার পর দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে