গৃহবধূকে দলবদ্ধধর্ষণের মামলার প্রধান আসামী আশিককে ৩ দিনের রিমান্ডে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
কক্সবাজারে গৃহবধূকে দলবদ্ধধর্ষণের মামলার প্রধান আসামী আশিককে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আরেক আসামী মেহেদীকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী এ আদেশ দেন। রাতে ঢাকা থেকে তাকে কক্সবাজার নিয়ে যাওয়া হয়। এদিকে, মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি মেহেদী হাসান বাবুকে সোমবার গ্রেপ্তার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার খুরুশকুলের রুহুলার ডেইল পাহাড়ি এলাকা থেকে সে গ্রেপ্তর হয়। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামিসহ মোট সাত জনকে গ্রেপ্তার করা হলো। ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২২ ডিসেম্বর দুদফা নির্যাতনের শিকার হন তিনি। এ ঘটনায় ২৩ ডিসেম্বর চার জনের নাম উল্লেখ করে এবং দুই-তিন জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী।।