গৃহবধূ নির্যাতনের মামলায় ১৩ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত

- আপডেট সময় : ০১:৪৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূ নির্যাতনের মামলায় ১৩ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সকালে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীনের এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশীদ লাভলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে এ মামলায় মোট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন….পিবিআই। এরপর শুনানি শেষে ১৩ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তদের মধ্যে ৯ আসামি আদালতে উপস্থিত ছিল। অপর চারজন পলাতক। ২০২০ সালের ২ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে ঘরে ঢুকে এক নারীকে শ্লীলতাহানির ঘটনা মোবাইলে ভিডিও করে দেলোয়ার বাহিনীর সদস্যরা। ৪ অক্টোবর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। ঘটনার পর সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়ানো ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা করেন নির্যাতিত নারী। তিনটি মামলার মধ্যে ৪ অক্টোবর ধর্ষণের মামলায় দেলোয়ার ও আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।