গেলো ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১০৯ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম।
গেল ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৭ জন মারা যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৪জনের মৃত্যু হয়েছে। সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন।মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর ৮, পাবনার ৩, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও চুয়াডাঙ্গার জন করে।
চট্টগ্রামে ১০ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, ঝিনাইদহে ৬ জন, নাটোরে ৫ জন, ঠাকুরগাঁওয়ে তিনজন। এছাড়া আরো কয়েকটি জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।