গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জেলায় ৬৩ জন মারা গেছেন
- আপডেট সময় : ০১:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জেলায় ৬৩ জন মারা গেছেন।
গেল ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৩ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১০ জন মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন।
মারা যাওয়া ১২ জনের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোর, নওগাঁ ও পাবনার ২ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজন।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এ হাসপাতালে ১০৬ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৪ জন উপসর্গ নিয়ে মোট ১৪০ জন ভর্তি রয়েছে।
কুমিল্লায় করোনায় মৃত্যু ও সনাক্তের সংখ্যা কমেছে গেল ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া- বরিশালে ৪ পাবনায় ৪, দিনাজপুর ৩, চুয়াডাঙ্গায় ৩, নেত্রকোণায় ২ ও মানিকঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে