গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ ব্যক্তির করোনা শনাক্ত
- আপডেট সময় : ১২:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, সাভার, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইলে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে আরো দু’জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ। রাত ১০টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে ৯১ জনের নমুনা পরীক্ষা করে দু’জনের রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ আসে।তাদেরকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ৫৭ জনকে শনাক্ত করলো স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। আক্রান্তদের একজনের বাড়ি নগরীর হালিশহরে, অন্যজন নোয়াখালীর বাসিন্দা। আক্রান্ত রোগীদের বাসাসহ আশপাশের কয়েকটি ভবন লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। ওইসব ভবনের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্যকর্মীসহ তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সাভারে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪-এ। গতরাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা মিঠুন ৩ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
শেরপুরে দুই চিকিৎসক ও পুলিশের ওসিসহ নতুন করে ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫ জন করোনা রোগী শনাক্ত হলো। এ ঘটনায় সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফসহ জেলার ৩২ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গেল রাতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে, জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়া দুই নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জামালপুর জেনারেল হাসপাতালের দুই ওয়ার্ডবয় ও মাদারগঞ্জে করোনা রোগীর সংস্পর্শে আসা একই পরিবারের দু’জন এবং মেলান্দহ উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টস কর্মীসহ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের করোনা উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
টাঙ্গাইলে নতুন করে আরও একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করে জানান, নতুন শনাক্ত যুবকটি নাগরপুর উপজেলার নন্দপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গে ৩৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে রাতে ফোনে একজনের নমুনায় পজেটিভ থাকার কথা জানানো হয়।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান। ওই যুবক উপজেলার বাটিয়া ইউনিয়নের বাসিন্দা এবং নারায়ণগঞ্জে একটি ড্যানিশ কারখানায় চাকরি করতো। এক সপ্তাহ্ আগে সে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে আসে।
এদিকে, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ও আজিমপুর ইউনিয়নের গ্রামগুলোতে হাজারো মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে আল্লাহর আনুকুল্য পেতে দোয়া কামনা করেছেন। এই দোয়ার মাহফিলে অংশ নেয় এলাকার কয়েক হাজার মানুষ।