গেল ২৪ ঘণ্টায় ৮ জেলায় ৬১ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ১২:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ১৪ জন, হবিগঞ্জে ১৩ জন, চট্টগ্রামে ৭, মৌলভীবাজারে ৮, সাভারে ৮, চুয়াডাঙ্গায় ৭, ঠাকুরগাঁওয়ে দু’জন ও নেত্রকোনায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন স্বাস্থ্যকর্মী ও ৩ পুলিশ সদস্যসহ আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৮৩ জনের করোনা শনাক্ত হলো।
হবিগঞ্জে নতুন করে আরো ১৩ জনের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯ জন।
চট্টগ্রামে নতুন করে ৭ জনকে করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে একজন দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। এ নিয়ে চট্টগ্রাম ও আশপাশের ৫ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৬০ জনে দাঁড়ালো। এর পাশাপাশি মৃত্যু হয়েছে ৭ জনের।
গত ২৪ ঘন্টায় মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন ৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন ডাক্তার,নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।
সাভারে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮ পোশাক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলায় মোট ৪৪ জন আক্রান্তের মধ্যে ২০ জনই পোশাক শ্রমিক।
চুয়াডাঙ্গায় নতুন করে আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৭ জন।
ঠাকুরগাঁওয়ে ৮০ বছর বয়সী এক হাজতীসহ নতুন করে দু’জন করোনা রোগী শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
নেত্রকোনায় ২৪ ঘন্টায় আরো এক ডাক্তার ও দুই স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৬৬ জন করোনায় আক্রান্ত হলো।