গোপালগঞ্জ জেলার স্কুল ও সরকারী দপ্তরে বঙ্গবন্ধু গ্যালারি ও মুজিব কর্ণার স্থাপন করা হচ্ছে

- আপডেট সময় : ১০:৩০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ জেলার স্কুল ও সরকারী দপ্তরে বঙ্গবন্ধু গ্যালারি ও মুজিব কর্ণার স্থাপন করা হচ্ছে। এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, সংগ্রাম ও ত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এরই মধ্যে কুমিল্লায় স্থাপন করা হয়েছে নানা ধরনের ম্যুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতি।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালক্রমে তারই হাত ধরে ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বঙ্গবন্ধু ১৯২৭ সালে টুঙ্গিপাড়ার জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি হন। ১৯৩০ সালে তৃতীয় শ্রেণি পর্যন্ত এ বিদ্যালয়ে পড়াশোনা। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর দুর্লভ ছবির সংগ্রহ নিয়ে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু গ্যালারি। এ গ্যালারিতে বঙ্গবন্ধুর বংশ পরিচয়, ছোটবেলা, ছাত্রজীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন ও বিশ্বের নেতাদের সাথে সাক্ষাৎকারসহ বিভিন্ন দুর্লভ ছবি স্থান পেয়েছে।
মুজিব বর্ষ উপলক্ষে জেলার সকল বিদ্যালয় ও সরকারী দপ্তরে বঙ্গবন্ধুর নামে গ্যালারী ও কর্ণার স্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২০টিরও অধিক ভাস্কর্য, ম্যুরাল ও প্রতিকৃতি রয়েছে। দৃষ্টি নন্দন এসব স্থাপনা দেখে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর প্রতি দারুণভাবে উজ্জ্বীবিত হচ্ছে, এছাড়া এসব দেখে তরুণদের দিন দিন আগ্রহ বাড়ছে বঙ্গবন্ধুকে জানার।
ইতিহাসের মহানায়ক জাতির জনকের ম্যুরালগুলো স্থাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবন, আদর্শ, কর্ম নতুন আঙ্গিকে উঠে আসবে বলে মনে করছেন এই মুক্তিযোদ্ধা। এদিকে, জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা সম্পর্কে আগামী প্রজন্মকে জানানোর জন্য কাজ করা হচ্ছে।