গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি ঘরবাড়ি ভস্মিভূত হয়েছে।
দুপুরে কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামের ভাটিয়াপাড়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া বাজারের পাশে একটি বাড়ির রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত। এসময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১০টি পরিবারের মালামাল ও ২০টি ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়। খবর পেয়ে মুকসুদপুর ও গোপালগঞ্জ ফায়ার সাভির্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টায় আগুন নেভায়। অগ্নিকান্ডে ১০টি পরিবারের অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।