গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী মোটর চালক লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতারা।
বিকেলে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসেনে নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় আওয়ামী মোটর চালক লীগের সহ-সভাপতি ইমরান খান ও আসলাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।