গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দু’দিন ব্যাপী বৈদেশিক চাকরী মেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বৈধ পথে বিদেশ যাওয়া ও নিরাপত্তার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দু’দিন ব্যাপী বৈদেশিক চাকরী মেলা।
বুধবার এ মেলার উদ্বোধন করে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। মেলার মাধ্যমে বেকাররা সরাসরি জনশক্তি রফতানীকারক প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছেন। সেই সাথে দালাল বিহীনভাবে সাশ্রয়ী খরচে ও বৈধভাবে চাকরী নিয়ে বিদেশ যওয়ার বিষয়েও পরামর্শ নিয়েছে তারা। ভোগান্তি কমাতে ও বিদেশগমনকারীদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরতেই এই চাকরি মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলায় ১৫টি স্টলে জনশক্তি রফতানীকারক প্রতিষ্ঠান বিদেশগমনকারীদের কাছ থেকে সিভি সংগ্রহ করেছেন।