গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছে।
সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া নিমতলা ও দুপুরে গোপীনাথপুরে এই দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া নিমতলায় দ্রুতগামী একটি বাস অজ্ঞাত এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলে ওই নারী নিহত হন। অপরদিকে, দুপুরে সোলেমান মোল্লা তার স্ত্রী ও নাতনীকে নিয়ে ইজিবাইকে করে গোপীনাথপুর থেকে পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার পথে একটি প্রাইভেটকার ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলে সোলেমান মোল্লা মারা যান।
এদিকে, ঝিনাইদহে ট্রাক চাপায় ইমাম জোবায়ের জ্যোতি নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
গেলরাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার বিষয়খালী কড়াইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জ্যোতি ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার বাসিন্দা।