গোপালগঞ্জে উশু খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
উশু গেম বা চাইনিজ মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গোপালগঞ্জে খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে এই বাছাই ও প্রশিক্ষণের আয়োজন।
বিকেলে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেশিয়াম অডিটোরিয়ামে শুরু হওয়া এ খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০ জন ছেলে ও ২০ জন মেয়েসহ মোট ৫০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। আয়োজকরা জানান, এখান থেকে খেলোয়াড় বাছাই করে পরবর্তীতে ঢাকায় নিয়ে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হবে। সপ্তাহে তিন দিন ধরে চলা এ কর্মসূচিতে মোহাম্মদ আনিছুর রহমান ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণ দিচ্ছেন।