গোপালগঞ্জে এবার শ্রমিক সংকট ও দাম নিয়ে বিপাকে কৃষক
- আপডেট সময় : ০১:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে গরম বাতাসে ধান নষ্ট হবার পর, এবার শ্রমিক সংকট ও দাম নিয়ে বিপাকে পড়েছে কৃষক। লকডাউন থাকায় কোনো শ্রমিকই আসতে পারেনি জেলায়। ধান কাটতে না পারায় জমিতেই নষ্ট হচ্ছে। পাশাপশি দাম না পাওয়ার আশংকা করছে চাষিরা।
গোপালগঞ্জে গরম বাতাসে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরও লকডাউনে শ্রমিক না পাওয়ায় পাকা ধান ঘরে তুলেতে পারছেনা। জমিতেই নষ্ট হবার উপক্রম হয়েছে। একইসঙ্গে, ধানের ন্যায্যদাম নিয়েও চিন্তায় পড়েছে তারা।এদিকে, শ্রমিক সংকট দেখে কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সংকট দূর না হলে শেষ পযর্ন্ত কৃষকের পাশে থাকার কথাও জানান, তারা।
অন্য জেলা থেকে শ্রমিক আনার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, ফড়িয়াদের মাধ্যমে জমি থেকেই ধান বিক্রি না করতে কৃষকের প্রতি আহবান জানিয়েছে, কৃষি বিভাগ।দ্রুত শ্রমিক আনতে এবং ধানের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়েছে কৃষক।