গোপালগঞ্জে তৈরি হবে করোনা ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের ফার্মাসিউটিক্যালসে তৈরি হবে করোনার ভ্যাকসিন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিকেলে মানিকগঞ্জের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এসময় তিনি আরো বলেন, ভ্যাকসিন তৈরির বিষয়টি অনেকে আগ্রহের সাথে গ্রহণ করায় এরই মধ্যে দেশি-বিদেশী বিশেষজ্ঞদের সাথে কয়েকটি সভা হয়েছে। তাদের প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে বলা হয়েছে। গোপালগঞ্জে যে ওষুধ কারখানা আছে, সেখানে অথবা তার পাশেই ভ্যাকসিন তৈরির কারখানা গড়ার পরিকল্পনা নেয়ার কথাও জানান স্বস্থ্যমন্ত্রী।