গোপালগঞ্জে দুইটি বাল্য বিবাহ ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- আপডেট সময় : ১১:৫৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৫১৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে গো-খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে এক ব্যবসায়ী ও গোপালগঞ্জে দুইটি বাল্য বিবাহ ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দিনাজপুর সদর উপজেলায় গো-খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এ সময় ১শ’ বস্তা ভেজাল গো-খাদ্য ধ্বংস করা হয়।সোমবার সন্ধ্যার দিকে,সদর উপজেলার আউলিয়াপুর কসবা এলাকায় মেসার্স আসলাম চারকলে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
এদিকে, গোপালগঞ্জে দুইটি বাল্য বিবাহ ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বর ও কনের পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার মনোয়ার হোসেন জানান, সদর উপজেলার সুলতানশাহী গ্রামে দুটি বিয়ের আয়োজন করা হয়। পরে খবর পেয়ে ওই গ্রামের দুটি বিয়ে বাড়ীতে অভিযান চালিয়ে বাল্য বিয়ে দুটি ভেঙ্গে দেন ভ্রাম্যমান আদালত।