গোপালগঞ্জে পাওনা টাকা না দেয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে মুকসুদপুরে পাওনা টাকা না দেয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
গতকাল রাতে টাকা লেনদেন নিয়ে সালিশের কথা বলে নুর আলম মুন্সি ও তার স্ত্রী ঝিমি বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের সেলিম মোল্লা ও ফারুক মোল্লা। এসময় সঙ্গে থাকা লোকজন নুর আলম ও ঝিমি দম্পতিকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে পায়। পরে, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝিমি বেগমকে মৃত ঘোষণা করেন। সংকটজনক অবস্থায় নুর আলমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।